Speech

প্রধান শিক্ষকের বাণী

মোঃ হারুন অর রশিদ

প্রধান শিক্ষক

বিসমিল্লাহির রহমানির রাহিম, শিক্ষা জাতির মেরুদন্ড। মেরুদন্ড ছাড়া যেমন কোন প্রাণি দাঁড়াতে পারেনা, তেমনি শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। মানব জাতির সূচনালগ্ন থেকে প্রাকৃতিক পরিবেশে ও বাস্তব অভিজ্ঞা মানুষ প্রতিনিয়ত জ্ঞান ও কৌশল আয়ত্ব করে চলছে। আর শত সহস্র বছরের সঞ্চিত ও অর্জিত জ্ঞান শেখানো হয় শিক্ষা প্রতিষ্ঠানে। আর শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদান করেন শিক্ষক। ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠানের কমিটি, পরিচালক, শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের উপযুক্ত আদর্শ, সুনাগরিক এবং বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সর্বাত্বক চেষ্টা করে যাচ্ছেন। যার ফলে অর্জিত হয়েছে বিদ্যলেয়ের সফলতা। এটি প্রতিষ্ঠানের কমিটি, পরিচালক, শিক্ষকমন্ডলী, অভিভাবক, শিক্ষার্থী ও সর্বোপরি এলাকাবাসীর সমন্বিত প্রচেষ্টার ফল। প্রতিষ্ঠানটি সার্বিক ক্ষেত্রে সফলতার জন্য এলাকাবাসীর মাঝে এক ধরনের চাহিদা সৃষ্টি হওয়ায় তাঁরা তাঁদের কোমলমতি ছেলে-মেয়েদের এই প্রতিষ্ঠানে পড়াশুনা করাতে যথেষ্ঠ আগ্রহী হয়ে উঠেছে। বিদ্যালটির সাফল্যে অভিভাবকদের মধ্যে ইতিবাচক প্রভাব ছাড়াও বিভিন্ন পর্যায়ে বেশ প্রসংশনীয় অবদান রাখছে। সবকিছুর মূলে রয়েছে দক্ষ পরিচালক, অটুট শৃংঙ্খলা, শিক্ষকগণের একাগ্রতা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয় সাধন। শিক্ষার্থীদের উপযুক্ত করে আধুনিক, বৈশ্বিক এবং আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য আর লক্ষ্য বাস্তবায়নে আমাদের রয়েছে বিরাহীন চেষ্টা ও পরিকল্পনা। সরকারের শিক্ষা বিষয়ক নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে শিক্ষকবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায় শিক্ষার্থীদের নিরলস অধ্যবসায় এবং অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সন্বিলিত চেষ্টায় ২০২৩ সালে এসএসসি পরীক্ষার ভাল ফলাফল অর্জিত হয়েছে। সেবার মনোভাব নিয়ে মানসম্মত শিক্ষা প্রসারে এবং কৃতিত্বপূর্ণ ফল অর্জন করে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে একটি স্থান করে নিয়েছে।